কক্সবাজার সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী হাসিনা আক্তারকে হত্যা করেছে ঘাতক স্বামী। ২৯ মার্চ সকাল ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার চৌফদন্ডী মধ্যম মাইজ পাড়ায় এ ঘটনা ঘটে। দুপুরে ঈদগাও পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিনহাজ উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনাস্থল থেকে হাসিনার লাশ উদ্ধার করে। অন্যদিকে হত্যাকান্ডের পরে জড়িত আসামীরা পলাতক রয়েছে।
জানা গেছে, ১ মাস আগে শহরের নাপ্পাজা পাড়ার মৃত. আব্দুল মোনাফের মেয়ে হাসিনা আক্তারের (২২) সাথে চৌফদন্ডী মধ্যম মাইজ পাড়ার মোস্তাক আহমদের ছেলে ইয়াসিন আরফাতের (৩২) বিবাহ বন্ধানে আবদ্ধ হন। বিবাহের পরে হাসিনার স্বামী ইয়াসিন তার ব্যবসার জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল। এদিকে হাসিনার পরিবার যৌতুক দিতে না পারায় এবং তার দাবী মেটাতে ব্যর্থ হওয়ায় ২৯ মার্চ সকালে নানা কৌশলে হাসিনাকে হত্যা করে।
নিহতের হাসিনার ছোটভাই ও আইন কলেজের ছাত্র দেলেয়ার জানান,ঘাতক ইয়াসিন পরিকল্পিতভাবে অপরাপর পরিবারের সদস্যদের সহযোগিতায় আমার বোন হাসিনাকে হত্যা করে দুপুর ২টার দিকে উল্টো আমাদের ফোন করে হত্যার খবরটি জানায়।
এনিয়ে ঈদগাও ফাড়িঁর আইসি এসআই মিনহাজ উদ্দিন ভূঁইয়া জানান, সঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনাস্থল থেকে হাসিনার লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরো জানান, আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।