সদর উপজেলার চৌফলদন্ডীতে মুক্তি প্রকল্প পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারী সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে ল্যাট্রিন বিতরণ সম্পন্ন হয়। কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জি.এম. রহিম উল্লাহ প্রধান অতিথি উক্ত ল্যাটিন বিতরণ উদ্ভোধন করেন।
চৌফলদন্ডী চেয়ারম্যান মোহাম্মদ আলম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজার জেলা কর্মকর্তা রতন দাশ ও সিকান্দর আলী, ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি এহছানুল হক, এরিয়া ইনচার্জ খোরশেদ আলম, মেম্বার ফরিদুল আলম ও জয়নাল আবেদীন, সাংবাদিক এইচ.এন. আলম, নাছির উদ্দীন, দেবাশীষ রায়, মহিউদ্দীনসহ স্বাস্থ্য সেবিকা কর্মীরা।
মুক্তি কক্সবাজার জেলার আওতাধীন চৌফলদন্ডীতে গরীব ও দিনমজুর ব্যক্তিদেরকে বিনামূল্যে ১শ পরিবারকে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করেন এবং মাসে ৮বার করে গাইনী বিশেষজ্ঞ নিয়ে চিকিৎসা সেবা দেন।
আগামী কর্মসূচীর মধ্যে রয়েছে নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে এবং চোখে কম দেখা, চোখে ছানি উঠাসহ নানা প্রকারের চোখের সমস্যা নিয়ে জর্জরিত ব্যক্তিদেরকে নিয়েও বিনামূল্যে চিকিৎসা দেবে বলে আশ্বাস দেন কর্মকর্তারা।
ইতোমধ্যে ইউনিয়নে ৩৫টি স্কুল খোলা হবে। এদের মধ্যে প্রতি স্কুলে ৩০জন করে গরীব, অসহায় ব্যক্তিদের ছেলেমেয়েদেরকে পড়ানো হবে। এছাড়াও ইউনিয়নের উন্নয়ন মূলক কর্মকান্ডে পিছু হটবে না বলে জানান।