ডেইলি কক্সবাজার ডেস্ক :
সকালে ঢাকার আর্মি স্টেডিয়ামে গুলশান হামলায় নিহতদের কয়েকজনের কফিন নিয়ে আসা হয়। এসময় স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন।
নিহতদের স্বজনদের সাথে কিছুক্ষন কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিদেশী রাষ্ট্রদূতেরা। ছবিতে শ্রদ্ধা জানাচ্ছেন জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। গুলশান হামলায় ৭ জন জাপানি নাগরিক নিহত হয়।
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান চলাকালে নিহতদের স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়েন।
শ্রদ্ধা জানানো শেষে নিহতদের কফিন মঞ্চ থেকে নামিয়ে আনেন সেনাসদস্যরা। এসময় মঞ্চের ওপর বাংলাদেশসহ যে পাঁচটি দেশের নাগরিক নিহত হয়েছেন সেসব দেশের পতাকা টানানো ছিল।
রোববার সন্ধ্যায় ঢাকায় মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেন সাধারন মানুষ।
গুলশানে ঘটনাস্থলের কাছে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা স্তরের মানুষ।
আর্মি স্টেডিয়ামের আনুষ্ঠানিকতা শেষে নিহতদের মৃতদেহ হস্তান্তর করা হয়।