কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নে ছুরিকাঘাতে শ্বশুর হত্যার দায়ে জামাতাকে আটক করেছে পুলিশ। এতে নিহত আবু সিদ্দিক (৫৫) ভারুয়াখালি ইউনিয়নের সওদাগর পাড়ার মৃত বশির আহমদের ছেলে। আটক মোহাম্মদ সোহেল (৩০) চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ পাড়ার মৃত আবদুল করিমের ছেলে।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানিয়েছেন, দিনমজুর আবু বকর ছিদ্দিক দীর্ঘ কয়েক বছর পূর্ব থেকে নিজ এলাকা ত্যাগ করে চৌফলদন্ডী বেড়ীবাঁধ এলাকার ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে বসবাস করে আসছিল। মেয়ে জামাই সোহেল তুচ্ছ ঘটনার জেরে শুক্রবার রাতে শ্বশুর আবু বকর ছিদ্দিককে ছুরিকাঘাত করে গা ঢাকা দেয়। পরে উপস্থিত স্বজনরা উদ্ধার করে তাকে কক্সবাজার শহরের ডিজিটাল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ পেয়ে জামাই সোহেল সিএনজি যোগে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জালালাবাদের রাবারড্যামস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।