বলা হয়, মেয়েরা যদি সম্পর্কের গভীরতায় বিশ্বাসী হয় তাহলে ছেলেরা নাকি বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক তার উল্টো। তারা প্রেমের ভান করতেই সিদ্ধহস্ত। সম্পর্কে প্রতিশ্রুতি চাইলেই তারা পিছুটান দেয়। হাজারটা অজুহাত তখন তাদের মুখে প্রস্তুত। চলুন দেখা যাক কী কী অজুহাত দেয় ছেলেরা?
১) তুমি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমি না তোমাকে ঠিক ওভাবে ভাবিনি!
২) ওইসব কথা দিতে আমার বড় ভয়। আমি ঠিক সম্পর্ক বজায় রাখতে পারি না। সরি গো!
৩) তুমি এত ভালো যে আমি তোমার যোগ্য নই।
৪) আমি নিজেই জানি না আমার ভবিষ্যত কী হবে, কী করে তোমায় কিছু বলি বল?
৫) আমার বাবা-মা আমার জন্য পাত্রী পছন্দ করবেন। আমি তাদের ইচ্ছের বিরুদ্ধে যেতে পারি না।
৬) আমি এখনও আর্থিকভাবে স্থিতিশীল নই। তাই তোমাকে এখনই কোনও প্রতিশ্রুতি দেওয়ার ঝুঁকি নিতে পারব না।