অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক হয় ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। তিন দশকের সিনেমা ক্যারিয়ারে মৌসুমী হয়ে উঠেছেন সুপারস্টার।
ছোটবেলায় কেমন ছিলেন সবার প্রিয় এই অভিনেত্রী? এ বিষয়ে অনেক ভক্তেরই রয়েছে কৌতুহল। অনেকেই জানতে চান তাদের প্রিয় তারকার অজানা সব খবর। বুধবার চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুকে, ‘মৌসুমীর ছোটবেলার একটি ছবি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘ইনি হচ্ছেন এভারগ্রিন মুভিস্টার মৌসুমী।’
এই ছবিটি মৌসুমী ভক্তদের কাছে বেশ আগ্রহ তৈরি করেছে। অনেকেই তাদের ফেসবুকে ছবিটি শেয়ার করছেন। অনেকেই ছবিটির নিচে কমেন্টে নিজের মন্তব্য লিখছেন।
তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমী দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এছাড়া নির্মাতা হিসেবেও সাফল্য দেখিয়েছেন। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ মৌসুমী পরিচালিত প্রথম চলচ্চিত্র। সম্প্রতি তিনি নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’ নামের একটি চলচ্চিত্র। মৌসুমী অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘কিছু আশা কিছু ভালোবাসা’ (২০১৩), ‘দেবদাস’ (২০১৩), ‘প্রজাপতি’ (২০১১), ‘দুই পুরুষ’ (২০১১), ‘গোলাপী এখন বিলেতে’ (২০১০), এক কাপ চা (২০১৪)।