ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হলে বাংলাদেশের অন্যতম বোলার মুস্তাফিজুর রহমানকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির কর্মকর্তারা এমনই ইঙ্গিত দিয়েছেন।
সাসেক্স কাউন্টি ক্লাবের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার পরেই ইনজুরির কারণে আর খেলতে পারেননি ‘কাটার মাস্টার’।
টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সাসেক্স কাউন্টি ক্লাবের হয়ে প্রথম ম্যাচে দারুণ পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচে ভালো খেলতে পারেননি মুস্তাফিজ। কাঁধের চোট বেড়ে যাওয়ার পর তৃতীয় ম্যাচে তাকে মাঠেই নামানো হয়নি।
বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিবিসিকে বলেন, ‘সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন মুস্তাফিজকে অস্ত্রোপচারের মধ্য দিয়েই যেতে হবে।’
তিনি বলেন, ‘ভালো ক্রীড়া চিকিৎসকের মাধ্যমেই আমরা মুস্তাফিজের অস্ত্রোপচার করাতে চাই। যেহেতু বাংলাদেশে তেমন ক্রীড়া শল্যবিদ নেই সেকারণে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায় মুস্তাফিজের অস্ত্রোপচার করানোর চিন্তা-ভাবনা করছে বিসিবি।’
অস্ত্রোপচার কোথায় করানো হবে, কার কাছে করানো সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত হবে বলে ক্রিকইনফোনকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তবে অস্ত্রোপচারের জন্য মুস্তাফিজ মানসিকভাবে এখন প্রস্তুত আছেন বলে জানা গেছে।
অস্ত্রোপচার যেখানেই করানো হোক না কেন- এটি হলে অন্তত ছয় মাস মুস্তাফিজ ক্রিকেট খেলতে পারবেন না বলেই মনে করছেন কর্মকর্তারা।
ফলে আগামী অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে এবং বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরেও হয়তো ‘কাটার মাস্টারের খেলা হবে না।