1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
জঙ্গি দমনে ব্লক রেইড - Daily Cox's Bazar News
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

জঙ্গি দমনে ব্লক রেইড

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ২২৫ বার পড়া হয়েছে

জঙ্গি দমনে রাজধানীসহ সারা দেশে ব্লক রেইড চলছে। এরই মধ্যে ব্লক রেইডের কারণে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা খুঁজে পেয়েছে পুলিশ। ওই আস্তানায় অপারেশন-২৬ পরিচালনা করে বড় ধরনের সাফল্যের পর ব্লক রেইডের গতি আরও বাড়বে বলে মনে করছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্লক রেইড অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় রোমহর্ষক ঘটনার পর সারা দেশে এক সপ্তাহের সাঁড়াশি অভিযান চালায় সরকার। তবে ওই অভিযানে তেমন একটা সাফল্য না আসার কারণেই মূলত সিদ্ধান্ত আসে ব্লক রেইডের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব কটি বাহিনীর প্রধানকে জানিয়ে দেওয়া হয় এ নির্দেশনা। তবে ব্লক রেইডের কারণে যাতে কোনো নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে গতকাল সকাল পর্যন্ত রাজধানীর রমনা, কুমিল্লা, সিলেট, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া ও মাগুরায় পাঁচ জঙ্গিসহ ১০৪ জন গ্রেফতার হয়েছে ব্লক রেইডে। জঙ্গি ছাড়া গ্রেফতার অধিকাংশই জামায়াত-শিবিরের নেতা-কর্মী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা দেশে জঙ্গিবিরোধী ব্লক রেইড চলছে। দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসব অভিযানে নিরীহ কোনো মানুষকে হয়রানি করা হচ্ছে না। কল্যাণপুরে অভিযানে হতাহতরা সবাই জঙ্গি। সেখানে সাধারণ কোনো মানুষ নেই।

তিনি বলেন, দু-এক দিনের মধ্যে বড় ধরনের নাশকতা ঘটাতেই কল্যাণপুরে অবস্থান নিয়েছিল জেএমবি সদস্যরা। ‘ব্লক রেইড’ নামে যৌথ বাহিনীর রুটিন অভিযান চলছিল। অভিযান সফল হয়েছে। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্লক রেইড দেওয়া হচ্ছে। তবে কখন কোথায় অভিযান চালানো হবে তা জানানো হচ্ছে না। রাজধানীতে বিভিন্ন জায়গায় ব্লক রেইড চলবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ১০ জুন থেকে এক সপ্তাহের জন্য চলা অভিযানে ১৯৪ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিল পুলিশ সদর দফতর। জঙ্গিদের মধ্যে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১৫১, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের ৭, হিযবুত তাহ্রীরের ২১, আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ৬, আনসার আল ইসলামের ৩, আল্লাহর দলের ৪, হরকাতুল জিহাদের ১ ও আফগানিস্তান থেকে ফেরত একটি জঙ্গি সংগঠনের ১ জন সদস্য রয়েছেন।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল আনোয়ার লতিফ খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জঙ্গিবাদ দমনে পরিস্থিতি বিবেচনা করে যা প্রয়োজন তা-ই করবে র‌্যাব। ঢাকার বাইরে অনেক অপারেশনেই র‌্যাব-পুলিশের যৌথ অভিযান হচ্ছে। জঙ্গিবাদ দমনে কোনো ধরনের ছাড় নয়। বুধবার দিবাগত রাতে রাজধানীর রমনা থানার নয়াটোলা বস্তিতে পুলিশ ব্লক রেইড চালিয়েছে। তবে অভিযানে কেউ আটক হয়নি। রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন জানান, রাত ১০টায় নয়াটোলার ১২ নম্বর বস্তিতে জঙ্গি ও সন্ত্রাসী ধরতে অভিযান চালানো হয়। ঘণ্টাব্যাপী অভিযানে কেউ আটক হয়নি। এর আগের রাতে মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা জানান, গুলশানে জঙ্গি হামলার পর রাজধানীর সন্দেহভাজন মেস ও বাড়িতে ব্লক রেইড চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এর অংশ হিসেবেই প্রায় প্রতিদিন রাজধানীতে ব্লক রেইড চালানো হচ্ছে। এরই মধ্যে ব্লক রেইডে শতাধিক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের অনেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এদিকে জঙ্গি ধরতে এরই মধ্যে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়েছে সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার গহিন চরে। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, বিভিন্ন সময় ওই চরগুলোতে প্রশিক্ষণ নিয়েছিল জঙ্গিরা। বিপথগামী যুবকদের জঙ্গিবাদ থেকে ফিরে এলে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে— সিরাজগঞ্জের চরেই এ ঘোষণা দিয়েছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, অপরাধ নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই ব্লক রেইড চালানো হচ্ছে। ব্লক রেইডের জন্য নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications