ডেইলি কক্সবাজার ডেস্ক :
প্রখ্যাত ইসলাম প্রচারক জাকির নায়েকের মুম্বাইস্থ অফিসের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এটা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুলশান ঘটনায় জড়িত পাঁচ সন্ত্রাসী জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়েছে, এমন খবর প্রকাশের প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেয়া হলো। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
মুম্বাইয়ের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, দক্ষিণ মুম্বাইয়ের ডোনগ্রি এলাকায় জাকির নায়েকের ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের’ বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এটা করা হয়েছে।
তিনি বলেন, আমরা কোনো হুমকি বা রাজ্য কিংবা কেন্দ্র থেকে বিশেষ কোনো নির্দেশনা পাইনি। অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়ানোর জন্য এটা করা হয়েছে।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু দিল্লিতে সাংবাদিকদের বলেছিলেন, জাকির নায়েকের বক্তৃতা আমদের জন্য উদ্বেগজনক। আমাদের সংস্থাগুলো এটা নিয়ে কাজ করছে। তবে মন্ত্রী হিসেবে, আমি কী ব্যবস্থা নেয়া হবে, তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।