জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কানিজ ফাতেমা আহমদের আমেরিকা যাত্রা
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
৩০০
বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এবং কক্সবাজার জেলা মহিলা আওয়ামী-লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমদ গতকাল রাত নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে আগামী ১৮-২৪ মার্চ, ২০১৬ সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য ৬০ তম অধিবেশনে “নারীদের ক্ষমতায়ন” সেশনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের আমন্ত্রিত সদস্য হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠিতব্য ৬০তম অধিবেশনের পৃথিবীর সকল দেশ থেকে নারী নেতৃবৃন্দ ও উদ্দ্যেক্তারা অংশ নেবেন। এবারে সেমিনারের মূল প্রতিপাদ্য হচ্ছে “ওমেন এমপাউয়ারমেন্ট এন্ড দা লিংক টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট”। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য কানিজ ফাতেমা আহমদ “দ্যা ইলিমিনেশন এন্ড প্রিভেনশন অব অল ফরমস অব ভায়োলেন্স এগেনেইস্ট ওমেন এন্ড গার্লস” উপর সেমিনারে বক্তব্য উপস্থাপন করবেন। উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেহের আফরোজ চুমকি এমপি, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রতিনিধি দলের অপর সদস্যরা হচ্ছেন- নাছিমা বেগম, সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সাইদুল হক, প্রধান কার্যক্রম বিভাগ, পরিকল্পনা কমিশন, মাজেদুল ইসলাম, একান্ত সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ২৪ মার্চ অধিবেশন সমাপ্তির পর কানিজ ফাতেমা আহমদ স্বদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। তিনি সর্বসাধারণের দোয়াপ্রার্থী।