সদরের জালালাবাদে মাদকের আস্তানা খ্যাত শামসু মেম্বারের কলোনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ।
১৪ জানুয়ারী গভীর রাতে বর্ণিত ইউনিয়নের সওদাগর পাড়া এলাকায় এ অভিযান চলে। ধৃতরা হল সওদাগর পাড়া এলাকার মোঃ শফি পুত্র জাহাঙ্গীর আলম ও টেকনাফ নাইট্যা পাড়া এলাকার জাফর আলমের স্ত্রী হালিমা আক্তার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত কলোনীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম ও ফিরোজ আহমদ। তাদের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, দীর্ঘদিন ধরে এ কলোনী থেকে মাদক বেচাবিক্রি হত। সোর্সের দেওয়া তথ্যমতে ঐ কলোনীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানায়, বর্ণিত এলাকায় শামসুল আলম মেম্বারের ৩ কলোনী যথাক্রমে জলদাস পাড়া, নদীর পাড় ও মাছুয়া পাড়ায় স্থাপিত এ কলোনীগুলোতে রোহিঙ্গা যুবক-যুবতীদের এনে মাদকের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। ইতিপূর্বে পুলিশ ঐসব কলোনীতে একাধিকবার অভিযান চালিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও উদ্ধার হয় মাদকদ্রব্য। স্থানীয় সচেতন কয়েকজন যুবক জানান, দীর্ঘদিন ধরে এ কলোনী গুলোতে বিভিন্ন এলাকা থেকে অপরাধ সংঘটিত করে এসে ভাড়া বাসা নিয়ে বসবাস করে। তারা সুযোগ বুঝে মাদকের মত ভয়াবহ অপরাধে নেমে পড়ে। আর পুলিশ তাদের আটক করলে ছাড়িয়ে নেওয়ার জোর তদবির চালায় ঐ কলোনীর মালিক।