ঢাকার কল্যাণপুরে কথিত জঙ্গী আস্তানার ভেতরে পুলিশের তোলা কিছু ছবি।
তাজ মঞ্জিলের সিঁড়িতে বন্দুকযুদ্ধে ব্যবহৃত গুলির খোসা। রয়েছে রক্তের ছোপ।
জঙ্গী ঘাঁটি থেকে উদ্ধার করা অস্ত্র ও ছুরির একাংশ।
বেশ কিছু বই-পত্র সাক্ষ্য দিচ্ছে এই আস্তানায় পড়াশুনাও চলতো।
আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট-এর পতাকা। বিশ্বব্যাপী আইএস-এর ভাবধারায় উদ্বুদ্ধ বিভিন্ন জঙ্গী গোষ্ঠীও একই পাতাকা ব্যবহার করে থাকে।
পুলিশি অভিযানের মুখে তড়িঘড়ি করে টাকা পোড়ানোর প্রচেষ্টা চলেছে বলে দৃশ্যত মনে হচ্ছে।
বাংলাদেশে জঙ্গীদলের কী এটাই পোশাক? গুলশানে হামলার জঙ্গীদের পরনেও একই ধরনের কালো পাঞ্জাবি দেখা গিয়েছিল।
আইএসর-এর পতাকাটিকে দৃশ্যপট হিসেবে ব্যবহার করা হয়েছে বলে ধারনা করা হয়।
সূত্র : বিবিসি।