1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
জেলার ১৬ ইউপির নির্বাচন মঙ্গলবার - Daily Cox's Bazar News
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

জেলার ১৬ ইউপির নির্বাচন মঙ্গলবার

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০১৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

up-election-dcকক্সবাজার রিপোর্ট :

কক্সবাজার জেলার ৩ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ কাল মঙ্গলবার। ইতোমধ্যে এসব ইউনিয়নের প্রার্থীরা প্রচারণা শেষ করে ভোটের দিনের ক্ষণ গণনায় রয়েছেন। নির্বাচনী কর্মকান্ডে দায়িত্বপ্রাপ্তরাও নিয়েছেন প্রস্তুতি।
জানা যায়, আগামী কাল মঙ্গলবার সকাল থেকে কক্সবাজারের ৩ উপজেলা যথাক্রমে কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফের ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে রয়েছে কুতুবদিয়ার ৬ ইউনিয়ন, টেকনাফের ৪ ইউনিয়ন এবং মহেশখালীর ৬ ইউনিয়ন রয়েছে। একইদিন টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলায় নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও হাইকোর্টের মামলার কারণে নির্বাচন পিছিয়ে আগামী ২৭ মার্চ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, হাইকোর্টের আদেশে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন। কক্সবাজারে অনুষ্ঠিতব্য কালারমারছড়া ইউপি নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে না।সোমবার দুপুর ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারি সচিব মো. আশফাকুর রহমান।
তবে এখনো লিখিত কোন আদেশ না পেলেও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলে জানান কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন ডেইলি কক্সবাজারকে।
তিনি বলেন, কালারমারছড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী হিসেবে প্রথমে মনোনয়ন দেয়া হয় মো. সেলিম চৌধুরীকে। পরে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দলীয় প্রধানের স্বাক্ষর সম্বলিত এক চিঠি সহ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তারেক বিন ওসমান শরীফ।
“দলীয় প্রার্থী হিসেবে তারেক বিন ওসমান শরীফের মনোনয়ন পত্র জমাদান যথাযথ প্রক্রিয়ায় হয়নি দাবি করে হাইকোর্টে রিট করেন সেলিম চৌধুরী। পরে হাইকোর্ট বিষয়টির মিমাংসা না হওয়া পর্যন্ত কালারমারছড়া ইউপি নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ প্রদান করেন।”
জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন জানান, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে কালারমারছড়া ইউপি নির্বাচন স্থগিত রাখতে যথাযথ ব্যবস্থা হচ্ছে।এ রিপোর্ট লেখা পর‌্যন্ত মহেশখালীর কালারমারছড়া ইউপি নির্বাচন স্থগিত করেছে। এখনো কোন নতুন সিদ্ধান্ত আসেনি।

কাল মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কুতুবদিয়ার বড়ঘোপ, আলী আকবর ডেইল, উত্তর ধুরং, দক্ষিণ ধুরং, কৈয়ারবিল ও লেমশিখালীতে, টেকনাফের সদর, বাহারছড়া, সাবরাং ও সেন্টমার্টিন ইউনিয়নে এবং মহেশখালীর ধলঘাটা, হোয়ানক, কালারমারছড়া, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও কুতুবজোমে।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মেজবাহউদ্দিন ডেইলি কক্সবাজারকে জানান, ‘কুতুবদিয়ার ৬ ইউনিয়নে ২৯২ প্রার্থী, মহেশখালীর ৭ ইউনিয়নে ৪৯৮ জন প্রার্থী এবং টেকনাফের ৪ ইউনিয়নে ২৮৯ প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আজ সোমবার নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বপ্রাপ্তরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবেন।

জানা যায়, কুতুবদিয়ায় চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬০ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে উত্তর ধুরং ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইয়াহিয়া খান কুতুবী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী (মোটর সাইকেল), বর্তমান চেয়ারম্যান সিরাজদ্দৌল্লাহ (আনারস), আজিজ মুহাম্মদ শাহ নিয়াজ (চশমা) ও বিএনপির মুহাম্মদ নেজাম উদ্দিন (ধানের শীষ) প্রতীকে লড়ছেন। দক্ষিণ ধুরং ইউনিয়নে চেয়ারম্যান পদে আরিফ মোশাররফ (নৌকা), ছৈয়দ আহমদ চৌধুরী (ধানের শীষ), মাস্টার জয়নাল আবেদীন (লাঙ্গল), বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আল্ আজাদ (আনারস), তারেক মোঃ নওশাদ (ঘোড়া) ও নুরুল আমিন (চশমা) প্রতীকে লড়ছেন। লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ কুতুবী (নৌকা), মোঃ আকতার হোছাইন (ধানের শীষ), রেজাউল করিম (অটো রিক্সা), মোঃ সরওয়ার আলম (আনারস), আবু মজিদ আবদুল্লাহ (চশমা) ও মোঃ আজম (ঘোড়া) প্রতীকে লড়ছেন। কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ আজমগীর (নৌকা), সাবেক চেয়ারম্যান জালাল আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু মুছা কুতুবী (আনারস), ও মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল (ঘোড়া) প্রতীকে লড়ছেন। বড়ঘোপ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী (নৌকা), বর্তমান চেয়ারম্যান শাকের উল্লাহ (মোটর সাইকেল), মোহাম্মদ মোবারক হোছাইন (ধানের শীষ), মিজানুর রহমান (ঘোড়া) ও ছাবের আহমদ (আনারস)। আলী আকবর ডেইল ইউনিয়নে লড়ছেন চেয়ারম্যান পদে মোহাম্মদ নূরুচ্ছফা বি.কম (নৌকা), বর্তমান চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী (ধানের শীষ) ও মোঃ শহিদুল্লাহ (লাঙ্গল)। মহেশখালী উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা পদে ৮৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৭৪ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ধলঘাটা ইউনিয়নে কামরুল হাসান (নৌকা), সরওয়ার আলম শাহীন (ধানের শীষ), নুরুল ইসলাম মনি (লাঙ্গল) ও নুরুল আলম (আনারস)। মাতারবাড়ি ইউনিয়নে এনামুল হক রুহুল (নৌকা), নাছির উদ্দিন মোহাম্মদ বাবর চৌধুরী (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী মোস্তাক আহমদ (চশমা),  মো: কাউছার (মোটরসাইকেল), মো: ইলিয়াছ (হাতপাকা) ও মোহাম্মদ উল্লাহ (আনারস)। হোয়ানক ইউনিয়নে মোস্তফা কামাল (নৌকা), এনামুল করিম চৌধুরী (ধানের শীষ), আমান উল্লাহ (মোটর সাইকেল), ইসরাত জাহান লিনা (টেলিফোন) ও বিএনপির বিদ্রোহী মাহাবুবুল আলম (আনারস)। বড় মহেশখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: শরিফ বাদশা (নৌকা), আক্তার কামাল চৌধুরী (ধানের শীষ), মাহাবুব আলম (লাঙ্গল), আব্দুল মান্নান (ঘোড়া), এনায়েত উল্লাহ বাবুল (চশমা), রাহমত করিম (আনারস)। ছোট মহেশখালী ইউনিয়নে জিহাদ বিন আলী (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী আব্দু সামাদ (আনারস), নুরুল হুদা (ধানের শীষ), বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল মোস্তফা (ঘোড়া) ও সিরাজুল মোস্তফা বাঁশি (লাঙ্গল)। কুতুবজোম ইউনিয়নে মোশারফ হোসেন খোকন (নৌকা), বর্তমান চেয়ারম্যান শফিউল আলম (ধানের শীষ), মো: সোহেল (লাঙ্গল), বিদ্রোহী শহিদুল ইসলাম মুন্না (টেলিফোন)। টেকনাফের বাহারছড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মৌলভী হাবিব উল্লাহ (আনারস), মৌলভী আজিজ উদ্দীন (নৌকা) সেকান্দর হোসেন (ধানের শীষ), জসিম উদ্দীন (লাঙ্গল), মাওলানা মোঃ রফিক উল্লাহ (চশমা), সাইফুল্লাহ (অটোরিক্সা)  মোশারফ হোসেন চৌধুরী (মোটর সাইকেল), হুমায়ন কাদের চৌধুরী (ঘোড়া) ও হাসিনা আক্তার (টেলিফোন)। এছাড়া এ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী লড়ছেন। টেকনাফ সদর ইউনিয়নে লড়ছেন বর্তমান চেয়ারম্যান নুরুল আলম (নৌকা), জিয়াউর রহমান (ধানের শীষ), মোহাম্মদ ইসমাঈল (লাঙ্গল), আওয়ামীলীগের বিদ্রোহী মো. শাহাজাহান মিয়া (আনারস), মোক্তার আহম্মদ (ঘোড়া), আব্দুর রহমান (টেলিফোন) ও দিদারুল আলম (অটোরিক্সা)। এছাড়া সংরক্ষিত নারী আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৬৩ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। সাবরাং ইউনিয়নে লড়ছেন বর্তমান চেয়ারম্যান হামিদুর রহমান (অটোরিক্সা), সোনা আলী (নৌকা), সোলতান আহম্মদ (ধানের শীষ), মোহাম্মদ আয়াছ রনি (লাঙ্গল), আওয়ামীলীগের বিদ্রোহী নুর হোসেন (টেলিফোন), মো. ইসমাইল মেম্বার (আনারস), জাহিদ হোছাইন (মোটর সাইকেল) ও আবুল ফয়েজ (চশমা)। এছাড়া সংরক্ষিত নারী আসনে ১২ জন ও সাধারন সদস্য পদে ৭৬ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। সেন্টমার্টিন ইউনিয়নে মুজিবুর রহমান (নৌকা), মৌঃ আব্দুর রহমান (ধানের শীষ), নুর আহমেদ (মোটর সাইকেল), আবদুর রহমান (আনারস) ও এম কেফায়েত উল্লাহ (টেলিফোন)। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৭ জন প্রার্থী লড়ছেন।
তবে, এ রিপোর্ট লেখা পর‌্যন্ত মহেশখালীর কালারমারছড়া ইউপি নির্বাচন স্থগিত করেছে। এখনো কোন সিদ্ধান্ত আসেনি। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৭ মার্চ।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications