ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজার জেলার ১৯টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন হবে আগামী ২২ মার্চ। এর মধ্যে কুতুবদিয়া উপজেলার ৬ টি, মহেশখালী উপজেলার ৭টি এবং টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন প্রথম দফায় কক্সবাজারের ১৯টিসহ দেশের ৭৫২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তপসীল ঘোষনা করে। ঘোষিত তপসীল অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারন করা হয়েছে ২২ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তালিকামতে, প্রথম ধাপে নির্বাচন হবে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ, বড়ঘোপ, দক্ষিণ ধুরং, কৈয়ারবিল, লেমশীখালী, উত্তর ধুরং, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ, বড় মহেশখালী, ধলঘাটা, হোয়ানক, কালামারছড়া, কুতুবজোম, মাতারবাড়ী, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ, সেন্টমার্টিন, টেকনাফ সদর, হোয়াইক্যং, সাবরাং ও হ্নীলা ইউনিয়ন পরিষদে। এইসব ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে। তখনও কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করা হয়। বিধিমোতাবেক আগামী এপ্রিল মাসের মধ্যে এইসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বছর পূর্ণ হবে। কোন ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। সূত্রে জানা গেছে, কতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণ ধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তর ধুরং ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ২৯ মার্চ। বিধিমোতাবেক সেখানে নির্বাচনের তারিখ থেকে ৫ বছর পূর্ণ হবে আগামী ২৮ মার্চ। মহেশখালী উপজেলার বড় মহেশখালী, ধলঘাটা, হোয়ানক, কালামারছড়া, কুতুবজোম, ও মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ১৬ এপ্রিল। ওইসব ইউপি’র মেয়াদ ৫ বছর পূর্ণ হবে আগামী ১৫ এপ্রিল। এর আগে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় একই বছরের ৩ এপ্রিল। সেই হিসেবে ওই ইউপি’র মেয়াদ পূর্ণ হবে আগামী ২ এপ্রিল। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ, সেন্টমার্টিন, টেকনাফ সদর, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে সর্বশেষ নির্বাচন হয় ২০১১ সালের ২ এপ্রিল। আগামী ১ এপ্রিল ওইসব ইউপি’র মেয়াদ পূর্ণ হবে। এছাড়া টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদে সর্বশেষ নির্বাচন হয় একই বছরের ২৩ এপ্রিল এবং হ্নীলা ইউনিয়ন পরিষদে নির্বাচন হয় ২৪ এপ্রিল । সেই হিসেবে সাবরাং ইউপি’র মেয়াদ ২২ এপ্রিল এবং হ্নীলা ইউপির মেয়াদ ২৫ এপ্রিল পূর্ণ হবে। নির্বাচন কমিশন সূত্রমতে, আগামী ২২ মার্চ থেকে সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোট শুরু হবে। এবার ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচন হবে। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।