জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কক্সবাজার কর্তৃক আয়োজিত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে ৬ মার্চ ২০১৬ সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়,কক্সবাজার এর সামনে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), অনুপম সাহা আরো উপস্থিত ছিলেন জনাব সুব্রত বিস্বাশ, মহিলা বিষক কর্মকর্তা, মো: আহসান হাবিব, জেলা কর্মকর্তা শিশু একডেমী, অজিত নন্দী, জেলা ব্র্যাক প্রতিনিধি, বিমল রায় দে, নির্বাহি পরিচালক, মুক্তি কক্সবাজার, আবু মোর্শেদ খোকা, মনজুমুন নাহার, যৌন হয়রানি নির্মূলকরন নেটওয়ার্ক কক্সবাজার, স্থানিয় নারী নেত্রী, মেজনিন কর্মসূচির সেক্টর স্পোশালিস্ট, মাসুদ রানা, কমিউনিটি ওয়াচগ্রপের সদস্য, নেটওয়ার্ক সদস্য, ব্র্যাক সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ প্রায় ৩ শতাধিক নারী ও পুরুষ। উক্ত মানব বন্ধনে বক্তারা নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধের আহবান জানান।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ১৮৫৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বস্ত্রকলের নারী শ্রমিকেরা সম-বেতনসহ বিভিন্ন দাবিতে রাজপথে নেমে এসেছিল। সেদিন মালিক শ্রেণী অমানবিক নির্যাতন চালিয়েও তাদের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে পারেনি। সেই দুঃসাহসী প্রতিবাদই আজ হয়ে উঠেছে নারী আন্দোলনের প্রেরণার উৎস। পরবর্তীতে ১৯১০ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত এক সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।