জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১১১ জন অনুপস্থিত
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
২৬৮
বার পড়া হয়েছে
কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রোববার পরীক্ষার প্রথম দিনে এইচএসসিতে বাংলা, আলিমে কোরআন মাজিদ ও কারিগরিতে বাংলা ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই জেলার বিভিন্ন কেন্দ্রে ১১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এর মধ্যে এইচএসসিতে অনুপস্থিত ছিলো ৭৩ জন, আলিমে ৩৩ জন এবং কারিগরিতে ৫ জন। পরীক্ষা চলাকালে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বহিস্কৃত হয়নি কোন শিক্ষার্থীও।
সকালে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন কক্সবাজার সরকারী কলেজসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। ওই সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসনের শিক্ষা সূত্র জানিয়েছে, এবার জেলায় এইচএসসির ১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৭ হাজার ৪৪১ জন । এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেছে ৭ হাজার ৩৬৮ জন। অনুপস্থিত ছিলো ৭৩ জন। আলিমে ৮ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৯১ জন । পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৫৮ জন। অনুপস্থিত ছিলো ৩৩ জন শিক্ষার্থী। কারিগরিতে ৮ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৫৬৬ জন । পরীক্ষায় অংশ নেয় ৫৬১ জন, অনুপস্থিত ছিলো ৫ জন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯ জুন এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১১ থেকে ২০ জুনের মধ্যে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে প্রথমবারের মতো সারাদেশে নতুন নিয়মে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে। এবার ১৯টি বিষয়ের ৩৬টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর ১৫টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।