জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু প্রথম দিনে ৭৩ শিক্ষার্থী অনুপস্থিত
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
৩২৪
বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় কক্সবাজারেও সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে গতকাল সোমবার এসএসসিতে বাংলা ১মপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ ও কারিগরিতে বাংলা ২য় পত্র সৃজনশীল বিষয়ে অনুষ্ঠিত হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলায় অনুপস্থিত ছিল ৭৩ জন। অংশ গ্রহন করে ১৮৩৫৬ জন। এসএসসিতে ২৩ কেন্দ্রে উপস্থিত ছিল ১২৭১৬ জন আর অনুপস্থিত ছিল ৩৫জন। এছাড়া দাখিলে ১২কেন্দ্রে উপস্থিত- ৪৯৮৪ জন আর অনুপস্থিত ছিল ২৮ জন ও কারিগরিতে ৬ কেন্দ্রে অংশগ্রহন করে ৬৫৬ আর অনুপস্থিত ছিল ১০ জন।
পরীক্ষা শুরুর পর সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন জেলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, সদর উপজেলায় কেন্দ্র -১ কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৬১২ জন আর অনুস্থিত ছিল ৩ জন, কেন্দ্র-২ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৪৩৭ জন আর অনুস্থিত ছিল ২জন, কেন্দ্র-৩ কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ১০৪৭ জন আর অনুস্থিত ছিল ৩ জন, কেন্দ্র-৪ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৪১০ জন আর অনুস্থিত ছিল ২ জন ওকেন্দ্র ৫ কক্সবাজার মডেল হাই স্কুলে উপস্থিত ছিল ৫১৭ জন আর অনুস্থিত ছিল ১জন । রামু উপজেলার মধ্যে কেন্দ্র-১ রামু খিজারী মডেল উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৪১৭ জন আর অনুস্থিত ছিল ২ জন, কেন্দ্র-৩ রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৩৬৭জন আর অনুস্থিত ছিল ১জন । চকরিয়া উপজেলার মধ্যে কেন্দ্র-১ চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ১৭৯৬ জন আর অনুস্থিত ছিল ৬ জন, কেন্দ্র-২ চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ১১১৩ জন আর অনুস্থিত ছিল ৩ জন,কেন্দ্র-৩ ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যাললে উপস্থিত ছিল ৩২৭জন । ওই কেন্দ্রে কোন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলনা এছাড়াকেন্দ্র-৪ চকরিয়া কোরক বিদ্যাপিঠে উপস্থিত ছিল ৫৯৫ জন আর অনুস্থিত ছিল ২জন। কুতুবদিয়া উপজেলার মধ্যে কেন্দ্র-১ কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৫৮২ জন ওকেন্দ্র-২ ধরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ২৮৫ জন আর অনুস্থিত ছিল ৩জন । মহেশখালী উপজেলার মধ্যে কেন্দ্র-১ মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৭৪০জন আর অনুস্থিত ছিল ১ জন, কেন্দ্র -২ কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৩৩৭ জন,কেন্দ্র-৩ মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৩১৯ জন । উখিয়া উপজেলার মধ্যে কেন্দ্র-১ উখিয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৭১০ জন আর অনুস্থিত ছিল ৩ জন,কেন্দ্র-২ উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৪৭৮ জন । টেকনাফ উপজেলার মধ্যে কেন্দ্র-১ টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ১৯৭ জন আর অনুস্থিত ছিল ১ জন, কেন্দ্র-২ এজাহার উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ২৬০ জন আর অনুস্থিত ছিল ১ জন ওকেন্দ্র-৪ আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিল ৩৩৭ জন। পেকুয়া উপজেলার মধ্যে কেন্দ্র-১ পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন উপস্থিত ছিল ৪৪৬ জন আর অনুস্থিত ছিল ১জন ও কেন্দ্র-২ পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় উপস্থিত ছিল ৩৭৮ জন জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদিকে দাখিল পরীক্ষায় কক্সবাজার সদরের মধ্যে কেন্দ্র-১ (৬১১)ইসলামিয়া মহিলা কামিল মাদরাসায় উপস্থিত ছিল ৩৯০ জন আর অনুস্থিত ছিল ৩ জন, কেন্দ্র-২ (৬১৯)ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসায় উপস্থিত ছিল ৩৯৯ জন আর অনুস্থিত ছিল ৩ জন, কেন্দ্র-৩ (৮০৫)কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসায় উপস্থিত ছিল ৪০৬ জন আর অনুস্থিত ছিল ২ জন । চকরিয়া উপজেলার মধ্যে কেন্দ্র-১(৬১৩) আনওয়ারুল উলুম ফাজিল মাদরাসায় উপস্থিত ছিল ৮২৪ জন আর অনুস্থিত ছিল ৩ জন আর অনুস্থিত ছিল ৩ জন ওকেন্দ্র-৩ আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসায় উপস্থিত ছিল ৩৬৮ জন আর অনুস্থিত ছিল ৩ জন। কুতুবদিয়া উপজেলার মধ্যে কেন্দ্র কোড-(৬১৪) বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসায় উপস্থিত ছিল ৪২৫ জন আর অনুস্থিত ছিল ৪জন। মহেশখালী উপজেলার মধ্যে কেন্দ্র- (৬২৫) পুটিবিলা ইসলামিয় ফাজিল মাদ্রাসায় উপস্থিত ছিল ৩৬২ জন আর অনুস্থিত ছিল ১ জন কালামারছাড়ায় উপস্থিত ছিল ৩১৬ জন । টেকনাফ উপজেলার মধ্যে মাদ্রাসা কোড (৬১৬) রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদরাসায় উপস্থিত ছিল ৩০৮ জন আর অনুস্থিত ছিল ২ জন । পেকুয়া উপজেলার মধ্যে মাদ্রাসা কোড (৬১৭) আনোয়ারুল উলুম আলিম মাদরাসায় উপস্থিত ছিল ৪১৩ জন আর অনুস্থিত ছিল ১জন । রামু উপজেলার মধ্যে মাদ্রাসা কোড (৬১৮) মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় উপস্থিত ছিল ৩৬১জন আর অনুস্থিত ছিল ৬ জন । উখিয়া উপজেলার মধ্যে মাদ্রাসা কোড (৬১২)রাজাপালং এম, ইউ ফাজিল মাদরাসায় উপস্থিত ছিল ৪১২ জন শিক্ষার্থী গতকালকের পরীক্ষায় অংশ নিয়েছে ।