প্রথমবারের মতো সারা দেশের ন্যায় কক্সবাজার জেলায় দলীয় প্রতীকে ২ টি পৌরসভা ও ১৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শেষ হয়েছে জাতীয় পার্টির দলীয় প্রধানের কাছে মনোনয়ন প্রত্যাশীদের সুপারিশ প্রেরণের নির্ধারিত দিন। সে অনুযায়ী গতকাল জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চুড়ান্ত করে দলের প্রধানের কাছে প্রেরণ করা হয়েছে। শেষ পর্যন্ত ইউপি নির্বাচনে ইউনিয়নে একক প্রার্থী বাছাই করতে সক্ষম হয়েছে জাতীয় পার্টি। তাই মনোনয়ন প্রত্যাশী দুই একটি ছাড়া একক প্রার্থীর নাম দিয়ে কেন্দ্রে তালিকা পাঠানো হয়েছে। জেলা জাতীয় পার্টি মনিটরিং কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম পর্যায়ে চকরিয়া ও মহেশখালী পৌরসভায় ভোট গ্রহন করা হবে। এছাড়া কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ উপজেলার ১৯ টি ইউনিয়নেও ভোট গ্রহন করা হবে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্ব দেওয়া হয় জেলা ও উপজেলা জাতীয় পার্টিকে। এরই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে স্ব-স্ব উপজেলায় একাধিক বর্ধিত সভা করেছে নেতারা। সর্বশেষ নির্ধারিত সময় অনুযায়ী দল থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চুড়ান্ত করে কেন্দ্রে দলীয় প্রধান বরাবরে সুপারিশ পাঠিয়েছে উপজেলা ও জেলা জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
জেলা জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, পৌরসভা ও ইউপিতে একক প্রার্থীর তালিকা চুড়ান্ত করেছে জেলা জাতীয় পার্টি। কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল, উত্তর ধুরুং, টেকনাফ বাহারছড়া ইউনিয়ন ছাড়া বাকি সব ইউনিয়নে একক প্রার্থী চুড়ান্ত করে তালিকা পাঠিয়েছে জেলা জাতীয় পার্টি। মহেশখালী পৌরসভায় মেয়র পদে প্রার্থী চুড়ান্ত করতে পারলেও নানা জটিলতায় চকরিয়া পৌরসভায় দুই জনকে প্রার্থী করে তালিকা করা হয়েছে। মহেশখালীতে মেয়র পদে আজিজুল হকের নাম সুপারিশ আকারে পাঠানো হয়েছে। আর চকরিয়া পৌরসভায় ভুলু মিয়া ও জসিম উদ্দিনের নাম সুপারিশ আকারে কেন্দ্রে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলায় ৬ টি ইউনিয়নে জাতীয় পার্টি থেকে টেকনাফ বাহারছড়া ছাড়া মনোনয়ন প্রত্যাশীদের একক প্রার্থী তালিকা চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে। টেকনাফ উপজেলা থেকে কেন্দ্রে যাদের নাম সুপারিশ করা হয়েছে তারা হলেন- টেকনাফ সদর ইউনিয়নে ইসমাঈল কালু, সাবরাং ইউনিয়নে মো: আয়াস রনি, সেন্টমার্টিন ইউনিয়নে সুলতান আহমদ, হ্নীলা ইউনিয়নে শফিক আহম্মদ এম.কম, বাহারছড়া ইউনিয়নে জসিম উদ্দিন, হাবীব উল্লাহ ও হোয়াইক্যং ইউনিয়নে আবুল কাশেমের নাম।
এদিকে মহেশখালীতে ৮ টি ইউনিয়নে একক প্রার্থী নির্ধারণ করে তালিকা পাঠেনো হয়েছে। কয়েকটি সূত্রে জানা গেছে, বড় মহেশখালী ইউনিয়নে মাহাবুবুর, ছোট মহেশখালী ইউনিয়নে সিরাজুল মোস্তফা সিকদার, কালামারছড়া ইউনিয়নে মোসাদ্দেক ফারুকী, মাতারবাড়ী ইউনিয়নে আরেফ আলী, ধলঘাটা ইউনিয়নে অধ্যক্ষ এহেসান আলী, হোয়ানক ইউনিয়নে নুরুল আলম মনি, কুতুবজোম ইউনিয়নে ডা.মো: সোহেলের নাম মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেন্দ্রে পাঠিয়েছে।
কুতুবদিয়া উপজেলায় জাতীয় পার্টিতে দুইটি ছাড়া বাকি ইউনিয়ন একক প্রার্থী দেয়া হয়েছে। যাদের তালিকা পাঠানো হয়েছে তারা হলেন-আলি আকবর ডেইল ইউনিয়নে শহিদুল্লাহ, বড়ঘোপ ইউনিয়নে আ ন ম শহিদ উদ্দিন ছোটন, লেমশী খালী ইউনিয়নে এড. মো: আয়াসুর হোসেন, দক্ষিণ ধুরুং ইউনিয়নে মাস্টার জয়নাল আবেদিনের নাম। কৈয়ারবিল ও উত্তর ধুরুং ইউনিয়নে এখনো প্রার্থী দিতে পারেনি।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ জানান, সঠিক প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠনো হয়েছে। দুই একটি ছাড়া একক প্রার্থী মনোনয়ন প্রত্যাশীর নাম দিয়ে কেন্দ্রে তালিকা পাঠানো হয়েছে।