জেলায় পৃথক অভিযানে সাড়ে ৭৯ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড ও বিজিবি। এর মধ্যে বুধবার ভোরে কক্সবাজারের কলাতলী থেকে ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড।
কক্সবাজার কোস্টগার্ড স্টেশন কমান্ডার আলী আক্তার জানান, গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি দল সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে অবস্থান নেয়। এ সময় সাগরের একটি ফিশিং ট্রলারকে সন্দেহ হলে ট্রলারটির গতিরোধ করে। এরই মধ্যে সমুদ্র উপকূলে পানিতে লাফ দিয়ে পালিয়ে যায় মাঝি মাল্লারা। পরে ট্রলারে তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৫ হাজার ইয়াবা।
অপরদিকে, কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে বুধবার সকাল ৮টার দিকে টেকনাফ থেকে আসা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে, বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এ সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।