জেলায় ৬ বেসরকারি কলেজে উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
৪১২
বার পড়া হয়েছে
শিক্ষার মান উন্নয়ন ও কম্পিউটার শিক্ষাসহ র্নিবাচিত ৬ বেসরকারি কলেজের উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে ইতিমধ্যে কিছু বেসরকারি কলেজে এর কাজ শুরু হয়ে গেছে। এবং কিছু কলেজে কাজ শুরুর প্রক্রিয়া চলছে। কলেজগুলো হল কক্সবাজার সিটি কলেজ , ডুলহাজারা কলেজ, চকরিয়া কলেজ, বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব কলেজ , উখিয়া ডিগ্রী কলেজ ও মহেশখালী কলেজ।
কক্সবাজার সিটি কলেজ ঃ ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে ৪ তলা ভিত বিশিষ্ট্য স্যানেটারী, বিদ্যুৎ ও পানি সমৃদ্ধ র্ণিমিত হবে একাডেমিক ভবন কাম সাইক্লোন সেন্টার। কক্সবাজার র্দূযোগ প্রবন এলাকা হওয়াতে আশ্রয় কেন্দ্র হিসেবে যেন এ কলেজ ব্যবহার করা যায় সে কথা মাথায় রেখেই র্নিমান করা হচ্ছে এর র্নিমান কাজ। প্রথম ধাপে র্নিমান করা হবে দ্বিতল ভবন এবং দ্বিতীয় ধাপে পুরোপুরি র্নিমান কাজ শেষ করা হবে এমনটাই জানিয়েছেন শিক্ষা প্রকৌশল।
ডুলহাজারা কলেজ ঃ ১ কোটি ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট্য র্নিমিত হবে একাডেমিক ভবন। প্রতিটি শ্রেনীকক্ষের আয়তন হবে ৬’শ বর্গমিটার। আইসিটি ,বিদ্যুৎ, পানি ও স্যানিটিসনের ব্যবস্থা থাকবে এ ভবনে।
বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব কলেজ ঃ ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট্য করে র্নিমান করা হবে একাডেমিক ভবন। এ ভবনে থাকবে বিদ্যুৎ, পানি, আইসিটি ,পানি ও স্যানিটাসনের ব্যবস্থ্যা।
চকরিয়া কলেজ ঃ ১ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট্য র্নিমিত হচ্ছে একাডেমিক ভবন। প্রথম ধাপে ২য় তলা বিশিষ্ট্য এবং ২য় ধাপে পূর্নাঙ্গ ভবন র্নিমান করা হবে।
মহেশখালী কলেজ ঃ ১ কোটি ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট্য একাডেমিক ভবন র্নিমান করা হবে।
উখিয়া ডিগ্রি কলেজ ঃ ৫৬ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে উর্দ্ধমুখি সম্প্রসারন কাজ । এ কলেজে একাডেমিক ভবনকে ২য় তলা থেকে ৪র্থ তলায় উন্নীত করা হয়েছে।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারি প্রকৌশলী শহিদ উল্লাহ বলেন “বাংলাদেশে মোট ৬৯ টি সরকারি কলেজে সরকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। যার মধ্যে এই ৬ টি বেসরকারি কলেজও রয়েছে। আশা করছি খুব তারাতারি কলেজগুলোতে উন্নয়ন কার্যক্রম শেষ হবে।”