মঙ্গলবার বিকালে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল মোর্শেদ আমিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক খান কায়সার। মাওলানা নুরুল হক এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী এবং মোহাম্মদ ইসহাক, এডভোকেট পীযূষ কান্তি চৌধুরী, এডভোকেট বদিউল আলম সিকদার, এডভোকেট মোহাম্মদ আবু তাহের-২,এডভোকেট রমিজ আহমদ, এডভোকেট মোহাম্মদ এসতেফাজুর রহমান, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, এডভোকেট ইকবালুর রশিদ আমিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীনকে বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক খান কায়সার সমিতির হিসাবসহ ব্যাংকে গচ্ছিত টাকা পয়সার চেক, পে-অর্ডার ও দায়িত্ব বুঝিয়ে দেন। নবনির্বাচিত পরিষদের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।