কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আয়োজনে ও সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ কক্সবাজারের সার্বিক সহায়তায় ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে যোগদানকৃত নবীন আইনজীবীগণকে প্রচলিত আইনী বিষয়সমূহের ব্যবহারিক ধারণা, ন্যায়-নীতি, বার ও ব্যাঞ্চের সম্পর্ক ও আনুসাঙ্গীক বিষয় নিয়ে ধারণা অর্জনের মাধ্যমে পেশাগত দক্ষতার উত্কর্ষতা আনয়নের নিমিত্তে ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা জজ সম্মেলন কক্ষে দিনব্যাপী ÒSelf Evaluation and Professional Skill Development” শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করা হয়।
উক্ত ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে আইন পেশার বিভিন্ন ব্যবহারিক বিষয়ে সেশন পরিচালনা করেন এ্যাপিলেট ডিভিশনের বিচারপতি আমিরুল কবির চৌধুরী, (প্রাক্তন) সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সাবেক জেলা জজ এ.কে মোহাম্মদ হোসেন, বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনাল কক্সবাজারের মোঃ সাইফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান, কক্সবাজারের বিচারক তৌফিক আজিজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কক্সবাজারের বিচার মোহাম্মদ ওসমান গণি, কক্সবাজার জেল আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম ফারুক খান কায়সার, স্যোসেল ইসলামী ব্যাংক লিঃ কক্সবাজার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত আছেন কক্সবাজার জেলা জজশীপের বিচারকবৃন্দ।