কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন জমে ওঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে শহরের আদালতপাড়া সরগরম। বরাবরের মতো এবারও দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। একটি আওয়ামী লীগ সমর্থিত, অন্যটি বিএনপি-জামায়াত। প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে আদালত অঙ্গন। আগামী শনিবার নির্বাচন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির ভবনে ভোটগ্রহণ হবে। ১৭ জন করে দুই প্যানেলে প্রার্থী ৩৪ জন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭ সদস্যের নির্বাচিত পরিষদ এক বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম শাহজাহান ও সহকারী কমিশনার অ্যাডভোকেট এম কামরুল হাসান জানিয়েছেন, এবারের নির্বাচনে প্যানেলের বাইরে কোনো প্রার্থী নেই। সমিতির ৬৮০ জন সদস্যের মধ্যে ৫৫৪ জন ভোটার রয়েছেন।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সরকারি কৌসুলী মোহাম্মদ ইসহাক সভাপতি, বদিউল আলম সিকদার ও মোহাম্মদ জাকারিয়া সহ-সভাপতি, আ জ ম মঈন উদ্দীন (শাহেদ) সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এ কে ফজলুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) শুভেন্দু বিকাশ সাহা (বিক্রম), পাঠাগার সম্পাদক আবুল হোছন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মো. শামশুল হক এবং ৯ সদস্য পদে পীযুষ কান্তি চৌধুরী, আমজাদ হোসেন, কপিল উদ্দীন চৌধুরী, ইকবালুর রশিদ আমিন, ফাহিমা আকতার, এ কে এম এরশাদ উল্লাহ, চৌধুরী ফাহাদ বিন ফিরোজ, মোহাম্মদ রাশেদ নেওয়াজ ও রফিকুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলে আবুল কালাম ছিদ্দিকী সভাপতি, এস এম নুরুল ইসলাম ও ইব্রাহিম খলিল সহ-সভাপতি, মো. তাওহীদুল আনোয়ার সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) ছলিমুল মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এ কে ফিরোজ আহমদ, পাঠাগার সম্পাদক মো. মিজানুর রাশেদ, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল হুদা এবং ৯ সদস্য পদে সব্বির আহমদ, মো. ফরিদ উদ্দিন ফারুকী, মো. আবু তাহের (২), এ কে এম ইলিয়াছ, ফিরোজ আহমদ, নাজিম উদ্দিন, আবু হুরাইরা, ছরোয়ার আলম ও ইমাম হোসেন ভোটের লড়াইয়ে রয়েছেন।