কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজারে আইনজীবীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠন জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আজ শনিবার। এই নির্বাচন ঘিরে গত দুই সপ্তাহ ধরে সরগরম রয়েছে আদালত পাড়া। মর্যাদার লড়াইয়ে শেষ পর্যন্ত কার গলায় ‘জয়মাল্য’ উঠবেÑ এ নিয়ে চলছে সরব আলোচনা।
আইনজীবীদের একটি অংশ বলছেন, এবার নবীন ও প্রবীনদের সমন্বয়ে গড়া আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ ইসহাক- আ জ ম মঈন উদ্দীন পরিষদ সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হবে। অপর একটি অংশ বলছেন, বিএনপি-জামায়াত সমর্থিত আবুল কালাম সিদ্দিকী-তাওহিদুল আনোয়ার পরিষদের প্রার্থীদের কাছ থেকে জয় ছিনিয়ে আনা কঠিন হবে। লড়াই হবে সমান প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ১৭টি পদের বিপরীতে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত দুইটি পরিষদ থেকে ১৭ জন করে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই। আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ কর্তৃক মনোনীত পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সভাপতি পদে মোহাম্মদ ইসহাক, সহ-সভাপতির ২টি পদে বদিউল আলম সিকদার ও মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক পদে আ.জ.ম মঈন উদ্দীন (শাহেদ), সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এ.কে ফজলুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে শুভেন্দু বিকাশ সাহা (বিক্রম), পাঠাগার সম্পাদক পদে আবুল হোছন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শামশুল হক। এছাড়াও ৯টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পীযুষ কান্তি চৌধুরী, আমজাদ হোসেন, কপিল উদ্দীন চৌধুরী, ইকবালুর রশিদ আমিন, ফাহিমা আকতার, এ.কে.এম এরশাদ উল্লাহ, চৌধুরী ফাহাদ বিন ফিরোজ, মোহাম্মদ রাশেদ নেওয়াজ ও রফিকুল আলম।
অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমমনা আইনজীবীদের মনোনীত পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সভাপতি পদে আবুল কালাম ছিদ্দিকী, সহ-সভাপতির ২টি পদে এস.এম নুরুল ইসলাম ও ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক পদে মো. তাওহীদুল আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে ছলিমুল মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে এ.কে ফিরোজ আহমদ, পাঠাগার সম্পাদক পদে মো. মিজানুর রাশেদ, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল হুদা। এছাড়াও ৯টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব্বির আহমদ, মো. ফরিদ উদ্দিন ফারুকী, মো. আবু তাহের (২), এ.কে.এম ইলিয়াছ, ফিরোজ আহমদ, নাজিম উদ্দিন, আবু হুরাইরা, ছরোয়ার আলম ও ইমাম হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার এম শাহজাহান জানিয়েছেন, শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনে ভোট গ্রহন চলবে। এপর চলবে ভোট গণনা। নির্বাচিত পরিষদের মেয়াদ হবে এক বছর। এবার মোট ৫৫২ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।