কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে সমিতির ১৭টি কর্মকর্তা পদে দুটি প্যানেল থেকে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল থেকে এসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন বাছাইকালে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জানা যায়, এবারের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে প্রবীণ আইনজীবী ও জিপি মোঃ ইসহাক, সাধারণ সম্পাদক পদে আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন, সহ-সভাপতি ১ ও ২ পদে যথাক্রমে এডঃ বদিউল আলম সিকদার ও এডভোকেট মোঃ জাকারিয়া, সহ-সম্পাদক (সাধারণ) ও হিসাব পদে যথাক্রমে এড: এ. কে ফজলুল হক চৌধুরী ও এডভোকেট শুভেন্দু বিকাশ সাহা, পাঠাগার সম্পাদক পদে এড মোঃ আবুল হোসেন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট শামসুল হক। এছাড়া সদস্য পদে প্রার্থী হয়েছেন এডভোকেট পীযুষ কান্তি চৌধুরী, এড: আমজাদ হোসেন, এড: কফিল উদ্দিন চৌধুরী, এড: ইকবালুর রশিদ আমিন, এড: ফাহিমা আক্তার, এড: এ.কে.এম এরশাদ উল্লাহ, এড: চৌধুরী ফাহাদ বিন ফিরোজ, এড: মোঃ রাশেদ নেওয়াজ এবং এড: রফিকুল আলম।
বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে প্রবীণ আইনজীবী ও সাবেক সভাপতি আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে তৌহিদুল আনোয়ার, সহ-সভাপতি ১ ও ২ পদে যথাক্রমে এড: এস.এম নূরুল ইসলাম ও এডভোকেট ইব্রাহিম খলিল, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) ও (হিসাব) পদে যথাক্রমে এডভোকেট ছলিমুল মোস্তফা ও এড: এ.কে ফিরোজ আহমদ, পাঠাগার সম্পাদক পদে এড: মিজানুর রহমান রাশেদ, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড: নূরুল হুদা ইমন, সদস্য পদে যথাক্রমে এড: ছব্বির আহমদ, এড: মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী, এড: ফিরোজ আহমেদ, এড: একেএম ইলিয়াছ, এড: আবু তাহের (২), এড: আবু হুরাইরা, এড: সরওয়ার আলম ও এড: ইমাম হোসেন।
নির্বাচন কমিশনার এড: এম. শাহাজাহান জানান, তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
জানা যায়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বর্তমান সদস্য রয়েছেন ৬৫০ জন। এরমধ্যে নির্ধারিত সময়ে বকেয়া ফি: জমা দিয়ে ভোটার হয়েছেন ৫৫২ জন।