জেলা ক্রিকেট লীগের সমাপ্তি : বইল্ল্যা পাড়া ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
৫৪০
বার পড়া হয়েছে
ক্রীড়া প্রতিবেদক :
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত জেলা ক্রিকেট লীগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে বইল্ল্যা পাড়া ক্রীড়া সংঘ। লীগের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক সফলতা আর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার কক্সবাজারের গর্ব মুমিনুল হক সৌরবের ক্লাবটি। অপর দিকে রানার আপ হন ঝাউতলা সৈকত ক্রিকেট একাদশ।
গতকাল ২৪ জানুয়ারি কক্সবাজার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য কালে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন প্রতি বছর নিয়মিত ক্রিকেট লীগ আয়োজন করে কক্সবাজার থেকে আরো মুমিনুল বের করতে হবে। এতে কক্সবাজারের সম্মান বিশ্বে আরো বাড়বে। আর ক্রীড়াঙ্গন হতে হবে সব ধরনের অপ সংস্কৃতি মুক্ত। বিকাল ৪ টায় পুরুস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুল নাসের, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনূপ বড়–য়া অপু, ডিএসএর সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, সদস্য আয়েশা সিরাজ, খালেদা জেসমিন, রাশেদ হোসেন নান্নু, শাহিদুল হক মার্শাল, আলী রেজা তসলিম, আজমল হুদা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট সম্পাদক মোঃ জসিম উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন ডিএসএ সদস্য রতন দাশ। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন, আর ম্যাচ অব দ্যা সিরিজ হন বইল্ল্যা পাড়া ক্রীড়া সংঘের সোলতান। উল্লেখ্য এবারই প্রথম ২৭ টি টিমের মধ্যে তীব্র প্রতিযোগিতামূলক ভাবে ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়।