কক্সবাজার জেলা যুবদলের নব কমিটিকে পকেট কমিটি বলে অবৈধ ঘোষনা করল বিএনপির প্রকৃত নেতা-কর্মীরা। তারা এই কমিটি মানেনা। এই অবৈধ কমিটি ভেঙ্গে দেওয়ার দাবীতে গতকাল সন্ধ্যায় শহীদ স্মরনীস্থ’ জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা গণস্বক্ষরের মাধ্যমে বিক্ষোভ করে। তালা লাগিয়ে দেয় জেলা বিএনপি কার্যালয়ে। এ সময় নেতাকর্মীরা ঘোষনা দেন যতদিন পর্যন্ত ওই অবৈধ কমিটি ভেঙ্গে ফেলা হবে না ততদিন কেন্দ্রিয় কার্যালয় বন্ধ থাকবে। বিক্ষুব্দ প্রকৃত নেতা-কর্মীদের অভিযোগ, ওই কমিটিতে সিনিয়র ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। বরং টাকাার বিনিময়ে নিষ্ক্রিয়দের কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আত্মীয়করণ ও বানিজ্যিকভাবে এই কমিটি দেওয়া হয়েছে।
তারা আরো বলেন, কেন্দ্রিয়ভাবে পাঁচ জনের একটি কমিটি অনুমোদন দেওয়া হলে তাদের মধ্যে তিন জনের মতামত ও স্বাক্ষর না নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের মনগড়া কমিটি দিয়েছেন। তারা এই কমিটি মানেনা এবং এই কমিটি ভেঙ্গে ফেলার দাবী জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত পদবঞ্চিত ও বৈষম্যের শিকার জেলা যুবদলের নেতা-কর্মীরা বিএনপি অফিসের সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা বিএনপি অফিসে বড় একটি তালা ঝুলিয়ে দিয়ে সেখানে বিক্ষোভ করতে থাকে। দীর্ঘ সময় বিক্ষোভের এক পর্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা যুবদেলর সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল বলেন, কমিটি হলে কেউ কেউ এ রকম ক্ষুব্ধ হবেই। তাতে কি করার আছে?