টেকনাফে পায়ু পথে ইয়াবা ঢুকাতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। ৯ ডিসেম্বর শনি বার বিকালে সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান নিজবাড়ীতে বসে কয়েক সঙ্গীসহ পায়ু পথে ও মুখের ভিতর দিয়ে জোর করে ইয়াবা ঢুকাতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হওয়া যুবক কচুবনিয়া গ্রামের গোরামিয়ার পুত্র মোহাম্মদ ইসমাইল(৩০)। নিহত ইসমাইল গত ২মাস পূর্বে কুমিল্লাহ ইয়াবাসহ প্রশাসনের হাতে আটক হয়ে জেল থেকে ফেরেন কয়েক দিন আগে। ইসমাইল নিয়মিত পায়ু পথে ও মুখ দিয়ে স্থানীয় ভাষায় ফ্রিজ হিসাবে ইয়াবা বহন করত। গেল সপ্তাহে একই কায়দায় প্রচুর ইয়াবা রাজধানীতে খালাস করে ২ দিন আগে বাড়ী ফিরেন। আবার মাল বোঝাই করে রওয়ানা করার প্রস্তুতি কালে এঘটনা ঘটে বলে নিশ্চিত সূত্রে জানা যায়।
এনিয়ে এলাকায় তোড়পাড় শুরু হয়েছে। এব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খন্দকার বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।