টেকনাফের রইক্যং খালে স্থাপিত হচ্ছে পানি সংরক্ষণ প্রকল্প: চাষীরা মহাখুশি
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
৩৫৩
বার পড়া হয়েছে
কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে খাদ্য রপ্তানীর পরিকল্পনার অংশ হিসেবে সরকার টেকনাফের রইক্ষং খালে স্থাপন করছে পানি সংরক্ষণ প্রকল্প। ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় ১ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৪ শ ৪৫ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই উন্নয়ন প্রকল্প। দায়িত্বে নিয়োজিত টিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কেবি. আই-এ এন্ড সি (জবি) কার্যাদেশ অনুযায়ী সম্প্রতি অবকাঠামো নির্মাণের কাজ শুরু করে। সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)র এ উদ্যোগের ফলে এলাকার ক্ষুদ্র বর্গা কৃষক পরিবারের ভাগ্য পরিবর্তনের অপার সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার কৃষি অঞ্চল হিসেবে খ্যাত হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং রইক্ষং এলাকায় চাষীরা দীর্ঘকাল ধরে খালে ও চরায় বাঁধ নির্মাণ, কূপ খনন, পুকুর খননের মাধ্যমে বিপুল জমিতে বুরো ও রবি শস্য উৎপাদন করে আসছে। এ অবস্থায় ঐতিহ্যবাহী রইক্ষং খালে পানি সংরক্ষণ প্রকল্প স্থাপনের দ্বারা আরো কয়েক হাজার একর জমিতে চাষাবাদ গড়ে তোলার মাধ্যমে স্থানীয় চাষীদের আত্মসামাজিক উন্নয়ন ঘটবে নিঃসন্দেহে। কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাও: নুর আহমদ আনোয়ারী, স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার রশিদ আহমদের দীর্ঘ প্রচেষ্টায় অবহেলিত উক্ত কৃষি অঞ্চলে পানি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নে সরকারের এ উদ্যোগে স্থানীয় চাষীরা মহাখুশি। সরজমিন পরিদর্শন ও কৃষি অফিসের তথ্য সূত্রে জানা যায়- উক্ত এলাকায় ১ হাজার একর জমিতে রবি শস্য ও প্রায় ৪শ একরের বেশি জমিতে বুরো উৎপাদন হয়। এ ক্ষেত্রে সরকারের বরাদ্ধকৃত পানি উন্নয়ন প্রকল্প নির্মাণ কাজ সম্পন্ন হলে রইক্ষং, বড়খিল, পুটিবনিয়া ও উনপ্রাংয়ের একাংশে আরো অন্তত: ২ হাজার একরের বেশি জমিতে চাষাবাদ গড়ে তোলা সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করেন।