টেকনাফের পৌরসভার হেচ্ছারখাল এলাকার অবৈধ দখল স্থাপনা উচ্ছদ করেছে প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল এর নেতৃত্বে টেকনাফ থানার এসআই মাসুদ মুন্সী ও সুবীর পালের নেতৃত্বে পুলিশের একটি টিম এবং বিজিবির সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় খালের পাশে সওজ ও সরকারি খাস খতিয়ান জমি দখল করে নির্মাণ করা লবণ মজুদের গুদাম, মাছের ফিশিং ও ঘর উচ্ছেদ করা হয়। স্থানীয়রা জানান, বিএনপির নেতা নুরুল ইসলাম প্রকাশ নুরু সালাম মেম্বার ও তার ছেলেরা দলের প্রভাব খাটিয়ে গত বিএনপি সরকারের আমলে সরকারি জমি দখল করে ঘর নিমার্ণ করে ব্যবসা- বাণিজ্য চালিয়ে আসছিলেন। এক যুগ পরে হলেও সরকারের জায়গা সরকার উচ্ছেদ করল। উচ্ছেদ অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল বলেন, উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।