টেকনাফে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন বেজার প্রতিনিধিদলের ২৮ ফেব্রুয়ারী এ প্রকল্পের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬
৩২৭
বার পড়া হয়েছে
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর নেতত্বে গতকাল শুক্রবার কক্সবাজারের টেকনাফের অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন।
বেলা ১১টার দিকে বিজিবির স্পিডবোট যোগে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ ১৯ সদস্যের প্রতিনিধিদল জালিয়ার দ্বীপ (জলিলের দিয়া) ও বিকেলে টেকনাফের সাবরাং প্রস্তাবিত অর্থনেতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করেন। এরপর সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা টেকনাফ সমুদ্রসৈকত সংলগ্ন আবাসিক হোটেল সেন্টাল রিসোর্টের সম্মেলন কক্ষে প্রকল্পের অগ্রগতির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বেজার প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ, নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি, জেলা প্রশাসক মো. আলী হোসেন, ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, সহকারী কমিশনার ভুমি জাহিদ ইকবাল ও স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম প্রমূখ।
টেকনাফ উপজেলা প্রশাসন সূত্রে জানায়, টেকনাফ সাবরাং খুরেরমূখ এলাকায় ১ হাজার ১৬৫ একর ও জালিয়ার দ্বীপে ২৭১ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল জোন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের প্রায় ৩০টি অর্থনৈতিক অঞ্চলের চেয়ে অতি গুরুত্ব দিয়ে প্রথম ধাপে টেকনাফের দুটি অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলো সরকারের মহা পরিকল্পনার একটি অংশ। এটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের অর্থনৈতিক চাকা যেমনি সচ্ছল হবে তেমনি বেকারত্ব দূর হবে। নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। টেকনাফ পরিচিত লাভ করবে বিশ্বের বিভিন্ন স্থানে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ভূমি ব্যবহারের মহাপরিকল্পনার জন্য বেজার নির্বাহী চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল টেকনাফের প্রস্তাবিত দুটি অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করে। প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। তাই যথাযথ ভূমি ব্যবহারের জন্য মহাপরিকল্পনার কাজ চলছে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফে এ প্রকল্পের উদ্ধোধন করার কথা রয়েছে। তারই সূত্র ধরে পরিদর্শনে আসা হয়েছে।