টেকনাফ উপজেলা আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভায় টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ বলেছেন- বর্তমানে টেকনাফ সীমান্তে চোরাইপথে মানব পাচার শুণ্যের কোটায়। তবে নিত্য নতুন কৌশলে এবং রুট পরিবর্তন করে ইয়াবা পাচার হচ্ছে। এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। টেকনাফের দুর্নাম ঘুচাতে ইয়াবা এবং মানব পাচারকারীদের কঠোর হস্তে দমন করতে ও প্রত্যেক ওয়ার্ডের খুচরা ইয়াবা বিক্রেতাদের শাস্তির আওতায় আনতে সকল আইনশৃংখলা বাহিনীর প্রতি বিশেষতঃ নবাগত ওসির প্রতি অনুরোধ জানান। সম্প্রতি ৪ লক্ষ পিস ইয়াবা আটকের ঘটনায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন টেকনাফে সকল অপকর্মের নেপথ্যে মুল হোতা রোহিঙ্গা। শুধু পৌর এলাকায় ৫ শতাধিক রোহিঙ্গা পরিবার ভাড়া বাসা নিয়ে বসবাস করে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। ২৯ ফেব্রুয়ারী টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভাগুলো অনুষ্টিত হয়।
এরপর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্টিত মাসিক সাধারণ সভায় তিনি টিআর, কাবিখা, ইজিপিপি, বার্ষিক উন্নয়ন কর্মসুচীর প্রকল্প সমুহ যথাসময়ে সুষ্টভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন আগামী ২২ মার্চ টেকনাফের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে। প্রচারনা চলাকালে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে বিরোধ থাকা স্বাভাবিক। যাতে কোন প্রার্থী হয়রানীর শিকার না হয়, সকল প্রার্থী নিরাপদে প্রচারণা এবং নির্বাচনে অংশ নিতে পারে সে জন্য প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভুমিকা রাখতে হবে। তাছাড়া সভায় উঞ্চিপ্রাং জিরো পয়েন্টের সন্নিকটে প্যারাবন উজাড় করে জবর দখল, খুচরা ইয়াবা বিক্রি, বাল্য বিবাহ, পাগলা পানি, মাদক অফিসে চুরি, টিকাদান কর্মসুচী, ওয়ান পার্সেন্টের প্রকল্প বাস্তবায়ন না করা, রিটার্নিং অফিসারের অফিসে নিরাপত্তা জোরদার, যথাযথ ভাবে পুশব্যাক, ঢালায় জঙ্গল কাটা ইত্যাদি বিষয়ে এবং দপ্তরওয়ারী আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিস তাহেরা আক্তার মিলি, টেকনাফ মডেল থানার নবাগত ওসি আবদুল মজিদ, সেন্টমার্টিনদ্বীপ ইউপির আমির হোসেন মেম্বার, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপজেলা প্রকৌশলী মোঃ আফছার উদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার ছৈয়দ হুমায়ুন মোর্শেদ, টেকনাফ ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ টিটু চন্দ্র শীল, শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবছার, সমবায় অফিসার শামসুল আলম কুতুবী, পরিবার পরিকল্পনা অফিসার শ্রুতি পুর্ণ চাকমা, কৃষি অফিসের পিপিআই আলী আহমদ, সমাজ সেবা অফিসার সিরাজ উদ্দিন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী, নায়েক সুবেদার কাজী রকিবুল হাসান, কোস্টগার্ডের মোঃ শাহাবুদ্দিন, আনসার ভিডিপি অফিসার মিসেস হ্লাম্যাছা, মিডিয়াকর্মী, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন। প্রথমোক্ত ২টি সভার সভাপতিত্ব করেন ইউএনও মোঃ শফিউল আলম এবং শেষোক্ত সভার সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ।