কক্সবাজারের টেকনাফে বাড়িতে ঢুকে সাবেক ইউপি সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে (৬৮) গুলি করে হত্যার ইউপি সদস্য আজিম উল্লাহকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি আজিম উল্লাহ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (নতুন পল্লাপন পাড়ার ) ইউপি সদস্য।
মঙ্গবার রাত সাড়ে ১০ টার দিকে এ মামলা করেন বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ।
তিনি জানান, রাতে নিহতের ছেলে আবদুল ফারুক বাদি হয়ে ইউপি সদস্য আমিজ উল্লাহকে প্রধান ও ১৫ জনকে এজাহার নামীয় আসামি করে এ মামলা দায়ের করেন। এদিকে পুলিশ আসামিদের ধরতে মাঠে পুলিশের একটি টিম অভিযানের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
গত রোববার রাত দেড়টার দিকে সদর ইউনিয়নের নতুন পল¬পান পাড়া তিন রাস্তার মাথায় কয়েক দুর্বৃত্ত বাড়িতে ঢুকে সিরাজকে গুলি করে। এসময় গুলির শব্দ শুনে তার স্ত্রী ইয়াছমিন আক্তার এগিয়ে আসলে তাকেও গুলি করে সন্ত্রাসীরা। পরে প্রতিবেশিরা এগিয়ে এলে দুর্বৃত্তরা ফাঁকা করে পালিয়ে যায়। খবর পেয়ে এসআই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দ¤পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে সিরাজকে কর্মরত চিকিৎসক শহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন।