টেকনাফে ইউপি নির্বাচনে ৭ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। তবে মঙ্গলবার পর্যন্ত কোন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করা হয়নি বলে জানায়। তবে আজ ২ মার্চ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এইদিনে মনোনয়ন প্রত্যাহারকারীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা, সদর ও সাবরাং ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, ১ মার্চ মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে ৭ জন সাধারণ আসনের প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এরমধ্যে টেকনাফ সদরে ৪ জন ও সাবরাং ইউনিয়নে ৩ জন। এরা হল টেকনাফ সদর ইউনিয়নের সাধারণ আসনের প্রার্থীরা হলেন, ৮নং ওয়ার্ডের ছৈয়দ আলম, মোঃ নুরুজ্জামান, ৭নং ওয়ার্ডের নুরুল আমিন ও আব্দুল করিম। সাবরাং ইউনিয়নে সাধারন আসনের ১নং ওয়ার্ডের আলী হোসেন, ৩নং ওয়ার্ডেও আবুল কালাম ও ৫নং ওয়ার্ডের তোফাইল আহমদ।
অন্যদিকে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা নূরুল আবছার এবং বাহারছড়া ও সেন্টমাটিন ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা শামসুল আলম কুতুবী দুই ইউনিয়নে কোন প্রাথী তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি বলে জানিয়েছেন।