টেকনাফে আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ শুরু। প্রথম দিনে ১৩৬টি ফরম বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম আগামী ২১ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। ২২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারী বাছাই, ২ মার্চ প্রত্যাহার ও ৩মার্চ প্রতিক বরাদ্দ প্রদান করা হবে বলে উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানায়। এ বারে নিবার্চনে চেয়ারম্যান প্রার্থীদের জামানত ৫হাজার টাকা সংরক্ষিত মহিলা সদস্যদের জন্য ১হাজার ৫শ টাকা, পুরুষ সদস্যদের জন্য ১হাজার টাকা। চেয়ারম্যানদের জন্য নিবার্চনী ব্যয় ৩০হাজার টাকা ও সদস্য সদস্যাদের জন্য ১০হাজার টাকা বলে নিবার্চন অফিস সূত্রে জানায়। টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ৩জন রিটানিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এরা হচ্ছেন নিবার্চন অফিসার মোঃ নুরুল ইসলাম। তার ইউনিয়ন গুলো হচ্ছে, সাবরাং ও সদর ইউনিয়ন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, হোয়াইক্যং ও হ্নীলা। উপজেলা সমবায় অফিসার শামশুল আলম কুতুবী, বাহারছড়া ও সেন্টমার্টিন। এসমস্ত ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যাগণ মনোনয়ন পত্র তাদের কার্যালয়ে দাখিল করবে।অপর দিকে নিবার্চনের মনোনয়ন পত্র পাওয়া যাবে সকল ইউনিয়নের নিবার্চন অফিসে। ফরম প্রার্থীগণ আগামী ১৮ ফেব্রুয়ারী নিবার্চন কমিশন কর্তৃক সরবরাহকৃত ভোটার সিডি প্রদান করবে উপজেলা নিবার্চন অফিস। প্রতিটি ওয়ার্ডের সিডি মূল্য ৫শ টাকা। নিবার্চনী সকল তথ্য পাওয়া যাবে উপজেলা নিবার্চন অফিসে বলে উপজেলা নিবার্চন অফিসার মোঃ নুরুল ইসলাম জানায়।