শনিবার বিকালে উপজেলার হ্নীলা বাস স্টেশন এলাকার একটি শপিংমলের সামনে অভিযান চালানো হয় বলে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।
আটকরা হলেন মিয়ানমারের আকিয়াব রাজ্যের মাঙ্গালা গ্রামের প্রয়াত আহম্মদ হোসেনের ছেলে রমজান আলী (২২) ও প্রয়াত মোহাম্মদ জোহারের স্ত্রী রাশিদা বেগম (২১)।
আবুজার বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে হ্নীলার সিকদার প্লাজার সামনে সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করে বিজিবি সদস্যরা।
“এ সময় ব্যাগ ও শরীরে বিশেষ কৌশলে রাখা ৪২টি প্যাকেটভরতি আট হাজার ৩৩৩ টি ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ ৯৯ হাজার।”
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে এ বিজিবি কর্মকর্তা জানান।