টেকনাফের নীলা হতে অভিযান চালিয়ে বহু মামলার আসামী ও ইয়াবা ব্যবসায়ী গডফাদার মোঃ শাহাজাহানকে (৩৩) আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। সে নীলা ফুলের ডেইল এলকার মৃত জাফর আহমদের ছেলে। টেকনাফ মডেল থানার সদ্য যোগদানকৃত মোঃ আব্দুল মজিদ জানান, ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওসি মোঃ আব্দুল মজিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে মামলা নং ২০১৫ সালের ৬৩ , ২০০৫ সালের ০৩ এবং ২০০৩ সালের ০২ অন্যতম। তিনি আরো বলেন, সদ্য যোগদান করে আমার কার্যক্রমের মধ্যে শুরুতেই ইয়াবা গডফাদারকে আটক করেছি এবং অপরাধীদের বিরুদ্ধে আমার শক্তিশালী অভিযান অব্যাহত থাকবে।