টেকনাফ থানা পুলিশ নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ ১ ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার এএসআই গোবিন্দ কুমার শর্মার নেতৃত্বে একদল পুলিশ উত্তর নাজিরপাড়া এলাকার রমজান আলীর বাড়ীতে এ অভিযান চালায়। ওই সময় ১৬ শ ইয়াবা সহ বাড়ী মালিক জাফরকে হাতে নাতে আটক করা হয়। ধৃত ব্যক্তি স্থানীয় মৃত ছালামত উল্লাহর ছেলে। টেকনাফ থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেন জানান, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।