টেকনাফে এবার বিনাপ্রতিদ্বন্ধিতায় ২য় বারেরমত মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন ইসলাম
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬
২৫৩
বার পড়া হয়েছে
টেকনাফ পৌর নির্বাচনে এবার বিনাপ্রতিদ্বন্ধিতায় ২য় বারেরমত মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন আলহাজ¦ মোহাম্মদ ইসলাম । টেকনাফ পৌরসভা মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র হাজী মোঃ ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ হাশিম, মোঃ ইসমাইল, জাবেদ হাসান। তাম্মধ্যে বিএনপির মনোনীত একক প্রার্থী মোহাম্মদ জাবেদ হাসান মনোনয়ন প্রত্যাহার করার ঘোষণা দেয়ায় টেকনাফ পৌর নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ।
বাংলাদেশ আওয়ামীলীগ ২৫ এপ্রিল সোমবার রাতে ৯টি পৌরসভায় মেয়র প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করে। আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর মনোনয়ন বোর্ডের সভায় মেয়র প্রার্থীদের চূড়ান্ত করা হয়। আগামী ২৫ মে ওই ৯টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্টিত হবে।
আজ ২৬ এপ্রিল মঙ্গলবার আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত ৯টি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের একক মনোনীত প্রার্থী হিসাবে টেকনাফ পৌরসভায় বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম এর নাম ঘোষণা করেন। এর মাত্র কয়েক ঘন্টা পর ২৭ এপ্রিল বুধ বার বিকালে বিএনপির মনোনীত একক প্রার্থী মোহাম্মদ জাবেদ হাসান মনোনয়ন প্রত্যাহার করার ঘোষণা দেন।
টেকনাফ পৌরসভা মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে জাহাঙ্গীর আলম, মোঃ হাশিম ও মোঃ ইসমাইল আসলে নির্বাচন করবে কি না তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। যে খানে বিএনপির একক প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করছেনা সে খানে অন্য কোন প্রার্থী কি নির্বাচন করবে বলে মন্তব্য করছেন অনেকে। এদিকে বর্তমান মেয়র আলহাজ¦ মোহাম্মদ ইসলামের প্রতি সাধারণ ভোটারের ভাল বাসা, বিস্থতা ও পৌরসভার উন্নয়নের অবস্থা দেখে অন্যকোন প্রার্থী সফল হবে বলে মনে করছেন্না সচেতন মহল।