টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সাতঘরিয়া পাড়া হতে একটি এলজি ও রামদা উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ২৩ ফেব্রæয়ারী সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ফাঁড়ীর এসআই সুবীর পালের নেতৃত্বে একদল পুলিশ নয়াবাজার সাতঘরিয়াপাড়াতে অভিযান চালালে অস্ত্রধারীরা একটি এলজি ও রামদা ফেলে পালিয়ে গেলে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ওই এসআই জানান, পূর্ব সাতঘরিয়াপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রশিদ আহমদেরর পরিরবার ও নুরুল আমিনের পরিবারের মাঝে বিরুধ সৃষ্টি হলে নরুল আমিনের পরিবার দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেই তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ওইসব অস্ত্র জব্দ করা হয়। সংশ্লিষ্ট ধারায় স্থানীয় মোস্তাক আহাম্মদের ছেলে নুরুল আমিন (২৫), দুদু মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৫৩) তার স্ত্রী আমিনা খাতুন (৪৫), হাজ্বী কবির হোছনের ছেলে ইমান হোছন (৩০) এবং মোঃ ইউনুছের স্ত্রী মকসুদা বেগম (২২) এর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র ব্যবহারের সংবাদে পুলিশ অভিযান চালালে অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।