টেকনাফের হ্নীলায় কলেজ ছাত্রীকে অপহরণ করে মারধরের ঘটনায় সবুজ সহ ৮জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-২৮, তাং-২৩/০১/২০১৬ইংরেজি। নির্যাতিতা কলেজ ছাত্রীর বাবা মোঃ ইউসুফ আলী বলি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামীরা হলেন, হ্নীলা মৌলভীবাজার আলীআকবর পাড়া এলাকার মৃত দরবেশ আলী মেম্বারের ছেলে সিরাজুল আলম সবুজ(২৮), সিরাজুল মোস্তাফা প্রকাশ সোনা মিয়া(৩৫), মোঃ সোহেল(২৩), মেয়ে সুফিয়া বেগম(২০), মরিচ্যাঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে নুর হোসেন বাদশা(২৬), কাদির হোসনের ছেলে হাজ্বী মোঃ হোছন(৪০), সোনালীর ছেলে জামাল(৪০), হাজ্বী মোঃ হোছনের স্ত্রী আনোয়ারা বেগম(৩৭) কে নামীয় এছাড়া মামলায় আরো ২/৩জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। উপ পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ মুনশীকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। টেকনাঢ থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন) সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অপরাপর আসামীদের আটকের প্রচেষ্টা চলছে।