
টেকনাফে কৃষক দলের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারী দুপুরে বর্তমান সরকার দলীয় এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি টেকনাফ উপজেলা কৃষি কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে কৃষক দলের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন। টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশণার (ভুমি) জাহিদ ইকবাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল লতিফ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) আলী আহমদ, উপ-সহকারী কৃষি অফিসারগণের মধ্যে মোঃ শফিউল আলম কুতুবী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাকারিয়া, স্থানীয় পৌর কাউন্সিলর আলহাজ্ব আবু হারেছ, আওয়ামীলীগ নেতা মোঃ আলম বাহাদুর, আহমদ হোসেন, কৃষক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল লতিফ জানান, ‘সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ’ প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলার ১টি পৌরসভা এবং ৬টি ইউনিয়নের ৭টি কৃষক দলকে ৬টি করে মোট ৪২টি হ্যান্ড স্প্রে মেশিন দেয়া হয়েছে। কৃষক দলগুলো হচ্ছে দমদমিয়া কৃষক দল, হোয়াইক্যং লম্বাঘুনা কৃষক দল, পুরান পল্লানপাড়া ও নাইট্যংপাড়া কৃষক দল, মুন্ডারডেইল উত্তরপাড়া কৃষক দল, বাহারছড়া জুম্মাপাড়া কৃষক দল, সেন্টমার্টিনদ্বীপ কৃষক দল, টেকনাফ সদর নতুন পল্লানপাড়া কৃষক দল। তাছাড়া একই অনুষ্টানে ৮টি ফুট পাম্প বিতরণ উদ্বোধন করা হয়। ‘পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের’ (২য় পর্যায়) আওতায় ব্যক্তি পর্যায়ে এই ফুট পাম্প দেয়া হচ্ছে। ৮টি ফুট পাম্পের মধ্যে টেকনাফ সদর ৮নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ হোসেন, মিঠাপানির ছড়ার সাবেক মেম্বার আহমদ হোসেন, দমদমিয়ার খুরশিদা বেগম এবং নাটমুরা পাড়ার জালাল উদ্দিন এই ৪ জনকে ৪টি ফুট পাম্প দেয়া হয়েছে। অবশিষ্ট ৪টি পরে বরাদ্দ দেয়া হবে।