টেকনাফের সদর ইউনিয়নের কচুবনিয়া হাজামপাড়া গ্রামে ফিল্মীস্টাইলে বাড়ি ঢুকে গুলি করে যুবক খুন করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত কবির হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছেন বলে জানা গেছে। নিহত যুবক টেকনাফের সদর ইউনিয়নের কচুবনিয়া হাজামপাড়া গ্রামের বাসিন্দা নজির আহমদের পুত্র মোঃ হাশেম (৩৫)। ২২ এপ্রিল রাত সোয়া ৯টায় এঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, অস্ত্রধারী কিছু যুবক প্রকাশ্যে গুলি করতে করতে ফিল্মীস্টাইলে মোঃ হাশেম এর বাড়ি ঢুকে বেপরোয়াভাবে গুলি বর্ষন করে। এতে মোঃ হাশেমের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে গুরুতর আহত হন। দুস্কৃতিকারীরা গুলি বর্ষনের পর বীর দর্পে স্থান ত্যাগ করার পর স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনরা গুলিবিদ্ধ গুরুতর আহত মোঃ হাশেম (৩৫) কে চিকিৎসার জন্য ঘর থেকে বের করার আগেই মারা যান। তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা ও আতংক বিরাজ করছে। টেকনাফ মডেল থানার পুলিশ দল ঘটনাস্থলে রয়েছে।