টেকনাফে এক ট্রাক চালককে অপহরণ করে সর্বস্ব লুট করে নিয়েছে একটি অপহরণকারী চক্র। এ ঘটনায় অপহৃত ট্রাক চালক টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মো: রফিক বাদী হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার এলাকার আবদুল মাবূদের ছেলে আবুল আওয়ালের মালিকাধীন একটি সাদা পাজারো কার বিক্রি করার বাহনা করে পূর্ব পরিচয়ের সুবাদে তাকে টেকনাফ বাস ষ্টেশনে ডেকে আনেন। তখন আবদুল আওয়াল বিজিবির ব্যাটালিয়নস্থ সিনেমার সামনে রেষ্টুরেন্টে বসতে বলেন। এসময় আওয়াল ফোন করে ডেকে তার অপহরণকারী সিন্ডিকেটের সদস্য সোহাগ, নুরু, ইসলামাবাদ এলাকার ছেবরের ছেলে জাহাঙ্গীর ও জব্বারের নেতৃত্বে ট্রাক চালক রফিককে জাহালিয়াপাড়ার পাহাড়ের তুলে। সেখানে তাকে হাত, পা বেঁধে মারধর করে রফিকের সাথে থাকা দেড় লাখ টাকা, ৩টি অলিখিত ননজুড়িশিয়াল স্টামে প্রাণনাশের ভয় দেখিয়ে স্বাক্ষর গ্রহণ, মানিব্যাগে থাকা ইসলামী ও এবি ব্যাংকের দু’টি অলিখিত চেক, ২ ভরি স্বর্নের মেমো, খুচরা ৭’হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে স্বর্ণের মেমো দেখিয়ে ২ ভরি স্বর্ণ উত্তোলন করা, অলিখিত চেকে ৬ লাখ টাকা অংক বসিয়ে টাকা দাবী করছে অপহরণকারী চক্র।
বর্তমানে চক্রটি উক্ত ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে মিথ্যা মামলা করে ফাঁসানো ও হুমকি-ধমকি দিয়ে উকিল নোটিশ, থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত)মো. কবির হোসেন জানান, হাতে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি এসআই কাঞ্চনকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।