কক্সবাজারের টেকনাফের দমদমিয়া বিওপির চেকপোস্টে ওষুধ বহনকারী ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির গাড়ি থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় গাড়ির চালকসহ তিনজনকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দমদমিয়া বিওপির চেকপোস্টে কক্সবাজারগামী ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলো, কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত সোলাইমানের ছেলে চালক নুরুল ইসলাম (২৮), উখিয়া রাজা পালং এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. মানিক মিয়া (২৬) ও একই এলাকার আবুল হাসেমের ছেলে নুরুল আবছার (২৪)।
অপরদিকে সন্ধ্যা ৬টায় বিজিবি জওয়ানেরা আল আরফাহ ব্যাংকের পেছনে জনৈক ফেরদৌসের বাসায় ইয়াবা লেন-দেনের খবর পেয়ে তল্লাশী করে চালিয়ে ২হাজার ইয়াবাসহ উখিয়া উপজেলার রাজাপালংয়ের উত্তর পুকুরিয়ার আবুল হাশেমের পুত্র মোঃ নুরুল আবছার (২৪) কে আটক করে।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।