টেকনাফ পুলিশ অভিযান চালিয়ে তালিকাভূক্ত এক মানবপাচারকারী আটক করেছে। সে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলার পাড়া এলাকার মৃত কাদের হোসেনের ছেলে আলী আহম্মদ (৪০) বলে জানায়।
১৩ জানুয়ারী বুধবার সাড়ে ৯ টার দিকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে শাহপরীরদ্বীপ ঘোলার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আলী আহম্মদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত ছিল তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।