টেকনাফে দিঘীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে এক স্কুল ছাত্র।
খোঁজ নিয়ে জানা যায়-২৬জুলাই বিকাল সাড়ে ৩টারদিকে শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার মোঃ জাকারিয়ার পুত্র ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য়শ্রেণীর ছাত্র মোঃ সাদের স্কুল ছুটির পর অপর বন্ধু মোঃ নুর ও আরমানের সাথে স্কুলের পাশের পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সাদেক পানিতে ডুবে গেলে অপর বন্ধুরা কান্নাকাটি করে।
লোকজন শোরগোল শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে আসে। প্রায় ২ঘন্টা প্রচেষ্টার পর সন্ধ্যারদিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রাতেই তার লাশ দাফনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।