টেকনাফে একটি আন্তর্জাতিক মানের পর্যটন পার্ক নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানী ইন্টার এশিয়া গ্রুপ। টেকনাফের সাবরাংয়ে এ পার্ক গড়ে তুলতে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে এ কোম্পানী। এ পার্ক এ ক্যাসিনো, গলফ ক্লাব, আন্ডার ওয়াটার একুরিয়াম, নাইট সাফারী, সাংস্কৃতিক জাদুঘর ও ক্যাবল কার সহ সবধরনের বিনোদন ব্যবস্থা থাকবে।
সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে বাংলাদেশী প্রতিষ্ঠান সিকদার গ্রুপের মাধ্যমে এ প্রস্তাব দিয়েছে ইন্টার এশিয়া গ্রুপ। সরকারী বেসরকারী অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে পার্কের উন্নয়ন করতে চায় প্রতিষ্টানটি। এরই মধ্যে সিঙ্গাপুর এর কোম্পানীর প্রতিনিধিরা কয়েকদফা সাবরাং পার্ক পরিদর্শন করেছেন। তারা পার্ক প্রতিষ্ঠায় ১ হাজার একর জমি চেয়েছেন তারা।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, টেকনাফের সাবরাংয়ে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ইতিমধ্যে বেজা জমি অধিগ্রহন করেছে। উন্নয়ন কাজের জন্য আগামী ডিসেম্বরে দরপত্র আহবান করা হবে। তিনি বলেন ইতিমধ্যে এ পার্কের অবস্থান দেখে ইন্টার এশিয়া গ্রুপ উন্নয়নের প্রস্তাব দিয়েছে। তবে দরপত্রে অংশগ্রহন করতে হবে। দরপত্র অনুযায়ী সেরা প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে।
পবন চৌধুরী বলেন, পর্যটন পার্কের সম্ভাবতা যাচাইয়ের জন্য দক্ষিন কোরিয়ার একটি প্রতিষ্ঠানকে ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সাবরাংয়ের পাশাপাশি টেকনাফের জালিয়ার দ্বীপে আরেকটি পর্যটন পার্ক গড়ে তুলতে কাজ করছে বেজা।