টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৩০লক্ষ টাকা মূল্যমানের ১০হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে।
সুত্র জানায়-২৩এপ্রিল ভোররাত ১টারদিকে টেকনাফ ২বর্ডারগার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সাবরাং বিওপির নাঃ সুবেদার মোঃ আব্দুল রাজ্জাক ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে কাটাবনিয়া গ্রামে অভিযানে যায়। এ সময় চোরাকারবারী দল আসলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা প্রাণরক্ষার্থে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি ইয়াবার পুটলা উদ্ধার করা হয়। তা পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে গণনা করে ৩০লক্ষ টাকা মূল্যমানের ১০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান।