টেকনাফে বিজিবি ও র্যাবের একটি যৌথ অভিযানে ৪ আসামীসহ ৮,১৯০ পিস ইয়াবা আটক করা হয়েছে ।যার বাজার মূল্য ২৪,৫৭,০০০ টাকা। একই অভিযানে দুইটি মোটর সাইকেলও আটক করা হয়েছে।
ধৃত আসামীা হচ্ছেন (১) মোঃ সেলিম (৪০), পিতা- মোঃ জালাল আহম্মেদ, গ্রাম- চৌধুরীপাড়া সেলিমের বাড়ী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার (২) সৈয়দ আলম (২৬), পিতা- আব্দুল শুক্কুর, গ্রাম- উত্তর জালিয়াপাড়া আব্দুল শুক্কুরের বাড়ী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার (৩) আব্দুল মাজেদ (৩০), পিতা- মকবুল হোসেন, গ্রাম- দরগারছড়া বদুর বাড়ী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার (৪) আবু বক্কর (২৮), পিতা- আব্দুস সাত্তার, গ্রাম- টেকের পাড়া আব্দুল সাত্তারের বাড়ী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার । ধৃত আসামীদের মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বহন করার দায়ে মামলা দায়ের পূর্বক টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।